সর্বশেষ

» সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষক জয়ন্ত দাসকে বিদায়ী জনিত সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২৩ | সোমবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক: সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষাবান্ধব সফল শিক্ষক আজীবন সম্মানিত হয়ে থাকেন। তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতার আলোকে শিক্ষক ও শিক্ষার্থীরা আজীবন হৃদয়ের মনিকোঠায় রাখেন। তেমনি একজন আদর্শ মানুষ, বহুগুণের অধিকারী শিক্ষক জয়ন্ত দাস শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে শিক্ষা দান করেছেন। সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থীরা তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখায় কলেজের সুনাম সিলেটসহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, সদাচারী, সত্যের দিশারী শিক্ষক জয়ন্ত দাস কর্মজীবনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে।

Manual8 Ad Code

অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান গতকাল ১১ ডিসেম্বর সোমবার সকালে সরকারি মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের ক্যাম্পাস ইনচার্জ ও ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্ত দাস এর অবসর উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অসিত রঞ্জন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ সর্ববানী অর্জ্জুন, শিক্ষক পরিষদের সম্পাদক লে: মোঃ মনিরুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন সরকারি মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের ক্যাম্পাস ইনচার্জ ও ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয়ন প্রধান জয়ন্ত দাস।
প্রভাষক উজ্জ্বল দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মনজুর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামের ইতিহাসের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রথার আসমা উল হোসেনা, পরিসংখ্যান বিভাগের আকবর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান সুপ্তি চৌধুরী, বাংলা বিভাগের প্রধান হোসনে আরা কামালী, গণিত বিভাগের প্রধান বিপ্রেশ রঞ্জন রায়, অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানম, পদার্থ বিভাগের প্রধান রনজিৎ মোহন্ত, দর্শন বিভাগের প্রধান রেহানা আক্তার, রজত কান্তি ভট্টাচার্য, প্রবাসী মানবেন্দ্র হালদার মানু, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো চিফ ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল।
কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মঈন উদ্দিন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেল, প্রভাষক আব্দুর রহমান, সালমান আহমেদ উসামা, খাদিজা সুলতানা, আসাদুজ্জামান আসাদ, বর্নিল ভট্টাচার্য, শিমলা পাত্র।
অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থী আনিকা, শিমলা, নাইমা, নিকিতা, প্রমা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক জয়ন্ত দাসকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান সহ অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code