সর্বশেষ

রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৩ | সোমবার

চেম্বার ডেস্ক::  সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ২৭ মার্চ সোমবার নগরীর বালুচরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার সভাপতি আব্দুস সোবহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারিছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাসেল আহমদ, ওবায়দুল কাদের, মিজানুর রহমান হাওলাদার, নূরুল হক, আব্দুস সোবহান, আলমগীর নূর, এরশাদ হোসেন প্রমুখ। সভায় রমজানের তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রামজান মাসের রহমত, মাগফিরাত ও নাযাত প্রাপ্তিতে আল্লাহর হুকুম মেনে নামাজ, রোজা ও ইবাদত বন্দেগি করতে হবে। রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাই অন্যান্য মাসের চেয়ে উত্তম এমাস। বক্তারা বলেন, শুধু দুনিয়ার লাভের পিছনে ছুটলে চলবেনা জীবিকা নির্বাহের পাশাপাশি শ্রমিকদেকে আখেরাতের কল্যাণে কাজ করার আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031