- Функция везения во общей жизни
- SweetBonanza Casino Yüksek RTP Oranýna Sahip Slotlarla Kazandýrýyor
- Психология подбора развлечений
- Desvende o Mistério Plinko – A Jogabilidade BGaming com RTP de 99% e a Possibilidade de Altos Retorn
- Казино играть в онлайн Pin Up Casino – официальный сайт.1764
- Pin Up Казино – Официальный сайт Пин Ап вход на зеркало 2025.1459
- Pin Up Казино – Официальный сайт Пин Ап вход на зеркало.1087
- Grandpashabet Casino Gncel Giri.3900
- Pokerdom – Официальный сайт онлайн казино Покердом.4314
- 1win официальный сайт букмекера Обзор и зеркало для входа.602
নজরুল হত্যা মামলার রায়ে ১৩ জনের সাজা
প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৯ | সোমবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বহুল আলোচিত যুবলীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২) মো: সাদাত হোসেন এ রায় ঘোষনা করেন। রায়ে ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে অর্থদন্ড এবং ৬ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড আর বাকী ৯ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ জন হলেন- ১। কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের নুর মোহাম্মদের পুত্র আখতারুজ্জামান মাহমুদ (৩০), ২। একই গ্রামের ফরিদ মিয়ার পুত্র রবিউল ইসলাম (২৭), ৩। ভাটিদিহি গ্রামের ফয়জুন নুরের পুত্র সুজাউল কবির (৩২), ৪। দুর্লভপুর গ্রামের হারুন মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৫), ৫। শিবনগর গ্রামের সবুজ আলীর পুত্র আনহার মিয়া (৩৩), ৬। ভাটিদিহি গ্রামের নূরুল ইসলামের পুত্র খালেদ হোসাইন (২১) ও ৭। ঢালাইচর গ্রামের সাত্তার মিয়ার পুত্র আশিক মিয়া (২৬)। এছাড়া রায়ে ৭ বছর সাজাপ্রাপ্ত ৬ জন হলেন- ১। বীরদল গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র নুর আলম (২৯), ২। একই গ্রামের আব্দুস শুকুরের পুত্র জসিম উদ্দিন (২৩), ৩। ভাটিদিহি গ্রামের শাবাজ নূরের পুত্র আলী নূর (২৩), ৪। শিবনগর গ্রামের কয়ছর মিয়ার পুত্র রুমন আহমদ (২১), ৫। একই গ্রামের সাবাল হোসেনের পুত্র আতিকুর রহমান (২২) ও ৬। দলইমাটি গ্রামের মুহিবুর রহমানের পুত্র দিলোয়ার (২৫)।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট রাশেদা শাহিদা খানম ও আসামিপক্ষে এডভোকেট মো: কামাল হোসেন মামলাটি পরিচালনা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ জন ও ৭ বছরের সাজাপ্রাপ্ত ২ জন এবং খালাসপ্রাপ্ত ৪ আসামী আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকী সবাই পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত ৯টার দিকে কানাইঘাট বাজার থেকে বাড়ী ফেরার পথে অজ্ঞাত কয়েকজন দুস্কৃতিকারী কানাইঘাট উপজেলার দলইমাটি গ্রামের মতাহির ডিলারের পুত্র নজরুল ইসলাম (৩৬) এর উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম কে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় পরদিন নিহতের বাবা মতাহির ডিলার ২২ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৫/২০১৩), তারিখ: ১৫/১২/২০১৩ ইং।
দীর্ঘ তদন্ত শেষে কানাইঘাট থানার এসআই আলিম উদ্দিন পাঠান ০৬/০৫/২০১৫ইং তারিখ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ৫১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত আসামীদের বিরুদ্ধে উল্লেখিত সাজা প্রদান করেন।
এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট রাশেদা শাহিদা খানম সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মো: কামাল হোসেন বলেন, সাজানো সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে এই রায় ঘোষণা করা হয়েছে। কোন সাক্ষী সরাসরি খুন করতে দেখেনি। তারা কেবল শুনেছে এবং নিহতকে হাসপাতালে নিয়ে গিয়েছে। সুতরাং আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
- জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে : মুহাম্মদ সেলিম উদ্দিন
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে হান্নান হত্যাকান্ডের ৪ দিন পর থানায় মামলা দায়ের ॥ আসামীরা অধরা
- কানাইঘাটে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ট গাজী বোরহান উদ্দিন জামেয়া
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির ৬ষ্ট তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন
- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী সেবা করার সুযোগ দেয়া দলের প্রতি আমি কৃতজ্ঞ: এমরান চৌধুরী
- ৩১ দফার আলোকে সিলেট-৪ আসনে উন্নয়ন করা হবে: আরিফুল হক চৌধুরী

