সর্বশেষ

» সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ এর পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

৫ম শ্রেণিতে ১ম: শ্রেষ্ঠা রায় শ্রেয়া ও ৮ম শ্রেণিতে ১ম: তাসনুভা তাবাসসুম নোভা

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক: সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ জনাব সবল কুমার তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক আব্দুল আহাদ ও সহকারী শিক্ষক ইমাম হুসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল (অবসরপ্রাপ্ত) রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ শাহপরাণ ক্যাম্পাসের ইনচার্জ স্বপন কুমার রায়, অধ্যাপক শাহেনা আক্তার, ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন, অধ্যক্ষ শিশির সরকার, ইঞ্জিনিয়ার মোঃ হাসান তালুকদার সোহেল, মাস্টার বিভাস রঞ্জন দাশ, প্রভাষক আলাউদ্দিন আলাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠা রায় শ্রেয়া এবং ৮ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে তাসনুভা তাবাসসুম নোভা।

Manual1 Ad Code

বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে (৫ম ও ৮ম শ্রেণির জন্য পৃথকভাবে)
প্রথম স্থান: ১০,০০০ টাকা,
দ্বিতীয় স্থান: ৭,০০০ টাকা,
তৃতীয় স্থান: ৫,০০০ টাকা,
চতুর্থ স্থান: ৩,০০০ টাকা,
পঞ্চম স্থান: ২,৫০০ টাকা,
ষষ্ঠ স্থান: ২,০০০ টাকা,
সপ্তম স্থান: ১,৫০০ টাকা,
অষ্টম স্থান: ১,২০০ টাকা,
নবম স্থান: ১,১০০ টাকা,
দশম স্থান: ১,০০০ টাকা প্রদান করা হয়।
এছাড়া বিশেষ গ্রেড হিসেবে ১১তম থেকে ২০তম স্থান অধিকারীদের প্রত্যেককে ৫০০ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে একইসঙ্গে ১৫তম সার্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সার্ক বিজ্ঞান মেলা, সার্ক নূরানী শিশু শিক্ষা প্রদর্শনী-এর পুরস্কার বিতরণ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ রায়নগর ক্যাম্পাসের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় সেরা অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।

Manual2 Ad Code

এছাড়াও ‘বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২০২৫’ হিসেবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনুজ চন্দ্র শরৎ-কে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সার্ক মেধাবৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code