সর্বশেষ

» বিশ্বব্যাপী নার্সিং পেশার প্রয়োজনীয়তা তীব্রভাবে পরিলক্ষিত হচ্ছে : অধ্যক্ষ কায়সার

প্রকাশিত: ০৮. ডিসেম্বর. ২০২৫ | সোমবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সার বলেছেন, নার্সিং একটি সেবামূলক পেশা। দিন দিন এটি মানবসেবার নতুন দিগন্ত উন্মোচন করছে। বর্তমানে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী নার্সিং পেশার তীব্র প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছে। সিলেট উইমেন্স নার্সিং কলেজের সিলেটের নার্সিং জগতে অগ্রনী ভুমিকা পালন করছে। দীর্ঘদিন থেকে এর কার্যক্রম উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিচালিত হয়ে আসছে। আজ থেকে নতুন ক্যাম্পাসের নিজস্ব ভবনে নার্সিং কলেজের যাত্রা নার্সিং শিক্ষায় নতুন দিগন্তের সুচনা করেছে। এর সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

Manual3 Ad Code

তিনি সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট উইমেন্স নার্সিং কলেজের কার্যক্রম নগরীর বাগবাড়ীস্থ নতুন ক্যাম্পাসে স্থানান্তর এবং বিদায়ী অধ্যক্ষ ফয়সাল আহমেদ চৌধুরীর বিদায় ও নবনিযুক্ত অধ্যক্ষ ড. মোঃ সুনুজ উল্লাহ সুমনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

প্রফেসর ডাঃ মোঃ আজির উদ্দিনের সভাপতিত্বে, সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষিকা সেলিনা বেগম ও জুলফা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ মতিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, এমডি ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, সিলেট উইমেন্স নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ ড. সুরুজ উল্লাহ সুমন ও বিদায়ী অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী প্রমূখ।

Manual1 Ad Code

শিক্ষার্থী রেজওয়ান আহমেদ জয়ের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স নার্সিং কলেজের রুজি বেগম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও কন্সট্রাকশন কমিটির সদস্য এম. এ আব্দুল হান্নান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাওন দেবনাথ ও সুমাইয়া ইসলাম তাপাদার। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আনসারী।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code