সর্বশেষ

» বিস্ফোরক আইনে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

Manual3 Ad Code

নিজস্ব সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৪১ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) জৈন্তাপুর থানায় মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি শাওন আলম। মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।

Manual3 Ad Code

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তাজুল ইসলাম জানান,দন্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/১১৪/৩৪ পেনালকোডসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারায় এ মামলাটি রেকর্ড হয়েছে।

মামলার এজাহারে বাদী মো:শাওন আলম উল্লেখ করেন,গত ৪ আগস্ট বেলা আড়াইটার দিকে ‘জৈন্তা কলেজ’ থেকে ছাত্র-জনতা কোটাবিরোধী আন্দোলন নিয়ে পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে আসামী আওয়ামী লীগের ক্যাডাররা বন্দুক,পিস্তল,দা, হকিস্টিকসহ অস্ত্র নিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। তাতে অনেকেই আহত হন।

আসামীদের ছোঁড়া বন্দুকের গুলি বাদির বাম চোখ ও মাথায় লাগে। এমতাবস্থায় আসামীরা বাদিকে হকিস্টিক ও দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে স্থানীয় জনতা বাদিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Manual2 Ad Code

মামলায় কামাল আহমদ ছাড়াও এজাহার নামীয় অন্য আসামীরা হলেন-জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি আসাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক আলম,জৈন্তা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ,কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসাইন,উপজেলা ছাত্রলীগ সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক আহমদ,উপজেলা যুবলীগ নেতা আতাউল্লাহ সাকের,মহি উদ্দিন,কানন আলম,আনোয়ার হোসেন,জুবের আহমদ,ফেরদৌস চৌধুরী, রুহেল আহমদ,ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির,মুশতাক আহমদ,মিসবাহ উদ্দিন,কয়েছ আহমদ,জুয়েল আহমদ,আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান,দিলাল মিয়া,মোজাম্মেল হোসেন, আরিজ মিয়া,মামুনুর রশিদ মামুন,শাহ আলম,জৈন্তা কলেজ ছাত্রলীগ নেতা মুন্না আহমদ,আহমদ রশিদ,হারুনুর রশিদ,মো. শহিদুল ইসলাম,যুবলীগ নেতা মো. ইসলাম উদ্দিন,মো.ফজলে রাব্বি,মো. জুয়েল মিয়া,বদরুল ইসলাম,শামিম আহমদ,জয়ন্ত দাস,রাসেল আহমদ,শাহীন আলম,হৃদয় খান ও পারভেজ আহমদ।

পুলিশ সূত্র জানিয়েছে,আসামীদের মধ্যে ৬ জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর গোয়ালবাড়ি সীমান্ত থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কামাল আহমদ ও তার ছোট ভাই সাদেক আহমদকে গ্রেফতার করা হয়েছে। নতুন এই মামলায় তাদেরকে আটক দেখানো হবে। এ মামলায় আটক অন্যান্যরা হলেন সেলিম আহমদ,শামছুল ইসলাম,জুয়েল আহমদ ও মামুনুর রশিদ মামুন।

Manual4 Ad Code

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,’পুলিশ সকল আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।’

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual8 Ad Code