সর্বশেষ

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু: সিলেটে সংঘর্ষ,মামলা

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার


Manual8 Ad Code

চেম্বার প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সিলেটে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সিলেটের শিবগঞ্জ, বন্দর বাজার ও জিন্দাবাজারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।

নগরীর শিবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠানের চেষ্টা করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করছে।

Manual2 Ad Code

শাহপরান থানার এসআই রাজীব বিশ্বাস বাদী হয়ে গতকাল রাতে মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ২০ জনকে। মামলা নং ২০/২৩।

Manual7 Ad Code

মামলার আসামীরা হলেন,খরাদিপাড়ার মাওলানা আব্দুল মালিকের ছেলে জামায়াত নেতা সালেহ বিন মালিক,খাদিমপাড়ার কবির আহমদের ছেলে শিবির কর্মী তানিম আহমদ,সোনারপাড়ার হাবিবুর রহমানের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলাম, লাকড়িপাড়ার করিম উদ্দিনের ছেলে জামায়াত নেতা মানিক উদ্দিন, শিবগঞ্জ সোনারপারা এলাকার নায়র মিয়ার ছেলে সাবেক জামায়াত নেতা আব্দুল আহাদ, সোনারপাড়ার শহিদ আহমদের ছেলে শিবির কর্মী নুর আহমদ,মেজরটিলার আখতারুজ্জামানের ছেলে শিবিরের সাথী ফয়ছল আহমদ, মেজরটিলা পূরবীর মাওলানা আব্দুল মতিনের ছেলে জামায়াত কর্মী ছালিম আছলাম, মিরাবাজার খারপাড়ার শফিক আহমদের ছেলে নজির আহমদ ও সোনারপাড়ার ময়নুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলামসহ অজ্ঞাতনামা ২০ জন।

Manual8 Ad Code

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual8 Ad Code