সর্বশেষ

» কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় নাসির বিড়ির চালানসহ গাড়ী আটক

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৪ | বুধবার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট থানা পুলিশ দাওয়া দিয়ে ৩৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি কাভার্ড পিকআপ গাড়ী আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল অনুমান আড়াইটার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে অবস্থান করছিলেন থানার এস.আই দেবাশীষ শর্মা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কাছ থেকে জানতে পারেন, গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ী গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছে। এ সময় থানার ওসির জাহাঙ্গীর হোসেন সরদারের দিক-নির্দেশনায় পুলিশ পিকআপ গাড়ীটি থামানোর জন্য বললে গাড়ীর চালক গাড়ি না থামিয়ে দ্রুত বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ গাড়ীটির পিছু দাওয়া করলে গাড়ী চালক কোন উপায় না পেয়ে স্থানীয় ছত্রপুর গ্রামের ব্রীজের পাশের্^ গাড়ী রেখে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়ী তল্লাশী করে ৩৬ কার্টুন (৬ লক্ষ ৯৩ হাজার পিস) ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে নাম্বার বিহীন মিনি কাভার্ড পিকআপ গাড়ী সহ থানায় নিয়ে আসেন। আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।
এছাড়াও ভারতীয় নাসির বিড়ি আটক অভিযানে ছিলেন, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ, এস.আই মাসুম আলম, এস.আই রাম চন্দ্র দেব।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভারতীয় বিড়ি আটকের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code