সর্বশেষ

» কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ডজনখানেক চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

Manual2 Ad Code

তাওহীদুল ইসলাম: জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতে দুয়ারে কড়া নাড়ছে উপজেলা নির্বাচন। আসন্ন মাহে রামাদানের পর পরই তফসিল ইসির এমন ঘোষনায় জোর তৎপরতা শুরু করেছেন কানাইঘাট উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীরা ওয়াজ মাহফিল, বিয়ে সাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্টানে যোগ দিয়ে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতার।

Manual1 Ad Code

এখন পর্যন্ত চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে-তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী,সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ,আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার, কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান প্রার্থী খায়ের উদ্দিন চৌধুরী,
যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও জমিয়ত নেতা মাওলানা আবুল হোসেন চতুলী ও ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল আহমদ সালেহ বিন মালিক।

Manual6 Ad Code

আওয়ামী লীগ এবার স্বতন্ত্র নির্বাচন করবে উপজেলায় এমন সিদ্ধান্তে শেষ পর্যন্ত আওয়ামী লীগের অনেক প্রার্থী নির্বাচন নাও করতে পারেন এমনটাই মনে করছেন ভোটাররা।
অন্যদিকে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী বলেন, দল যদি নির্বাচনে যায়, আর আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয় তবেই নির্বাচন করবো।
চেয়ারম্যান প্রার্থী খায়ের উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডন ছেড়ে দেশে চলে এসেছি, দেখা হবে বিজয়ে।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code