সর্বশেষ

গোয়াইনঘাটের ফতেহপুরে একই পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১৬. জুন. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুরে একই পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে উদ্ধার করা হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন – আহত হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (২৭), তার শিশু সন্তান মিজান (১১) ও মেয়ে তানিসা (৫)।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি লুৎফর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাতের কোনো এক সময় ওই বাড়িতে হামলা চালানো হয়। ভোরে আশপাশের লোকজন সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

 

লুৎফর জানান, হতাহতদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। আহত অবস্থায় হিফাজুরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন এএসপি লুৎফর।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031