সর্বশেষ

» মৌলভীবাজারে হাসপাতালে প্রসুতির মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদরের সেবা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসুতির মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার নিহতের স্বামী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাঈদ সুমন বাদী হয়ে হাসপাতালের নার্স প্রিয়ানা আক্তার মুমুকে আসামী করে মৌলভীবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে গত রবিবার রাতে সেবা প্রাইভেট হাসপাতালে স্ত্রীকে ভর্তি করেন সাঈদ সুমন। সেখানে প্রথমে স্যালােইন পরে ভুল ইনজেকশন পুশ করেন দায়িত্বরত নার্স প্রিয়ানা আক্তার মুমু। এরপর অপারেশন করার কথা বললেও কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর খবর জানায়। এই ঘটনায় বিচার চেয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন নিহতের স্বামী সাঈদ সুমন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ অরুণ ভূষণ দাস মামলার বিষয় নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা এই ঘটনাটি আগেই জেনেছি। এখন নিহতের স্বামী থানায় মামলা দায়ের করেছেন। আমরা মমালাটি তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আসামী নার্স প্রিয়ানা আক্তার মুমুকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

উল্লেখ্য, গত রবিবার রাতে প্রসবব্যথা নিয়ে মৌলভীবাজারের সেবা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাঈদ সুমনের স্ত্রী। এরপর সেখানে চিকিৎসা শুরু করেন দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা। কিন্তু রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগী মৃত্যুবরণ করেছেন। তখন রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায় এবং দায়িত্বরত নার্স প্রিয়ানা আক্তার মুমুকে মারধর করে। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031