সর্বশেষ

» সিলেটে নিসচার পক্ষ থেকে বানভাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করলেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ২৭. জুন. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: 
নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেটে বন্যাদূর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেছেন।
সোমবার ২৭ জুন নিসচা সিলেট মহানগর শাখার তত্বাবধানে সিলেটের ওসমানীনগর উপজেলার এলাকায় চার শতাধিক বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরন করেন।
এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনারোধের পাশাপাশি আমরা এই সংগঠনের পক্ষ্য থেকে সমাজের এই সব দুর্যোকালিন সময়ে বিগত দিনে চেষ্টা করেছি মানুষের পাশে দাড়াতে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা উদ্যোগ নিয়েছি দেশে যেসব স্থানে বন্যা শুরু হয়েছে সব স্থানে নিসচার পক্ষ্য থেকে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ইলিয়াস কাঞ্চন বলেন, ইতিমদ্ধে আমাদের শাখা গুলো বিভিন্ন স্থানে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এবার আমরা কেন্দ্রীয় ভাবে বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছি।
এসময় তিনি দেশবাশী ভক্ত/নিসচা কর্মি সকলের উদ্দেশ্যে বলেন, এই দুর্যোগের সময় অসহায় মানুষগুলো ত্রাণের সাহায্যের ওপর নির্ভর করেই বেঁচে আছে। এ অবস্থায় সব ভেদাভেদ ভুলে আজ আমাদেরকে দুর্গত মানুষদের রক্ষায় এগিয়ে আসতে হবে। এখানে কোন ধরনের রাজনীতি নয়, সংকীর্ণতা এবং বিভেদ নয়। সব ভেদাভেদ ভুলে দুর্গতদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।এই কার্যক্রম নিসচার পক্ষ্য থেকে অব্যহত থাকবে বলেও অবগত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,নিসচা সিলেট মহানগরের উপদেষ্টা ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ,অর্থ সম্পাদক আসাদুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ও চট্রগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু,দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, সমাজ কল্যান সম্পাদক মোঃ মহসিন খান,সদস্য মোঃ রোকনজ্জামান রোকন,নুরুল হুদা,সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন,সিলেট জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা,সাজলু লষ্কর,লোকমান আহমদ,নিসচা ধামরাই উপজেলা শাখার সহ সভাপতি মোঃ ইমরান হোসেন,সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না,দিদার আহমদ,সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার,আইন সম্পাদক হোসেন আহমদ,সদস্য আবু জাবের,তুহিন,নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি মার্জানুল ইসলাম,কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো আব্দুস সালাম,সদস্য সচিব এএসএম কাইয়ুম প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031