সর্বশেষ

» বিএনপি নির্বাচনে এলে তফসীল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৩ | শুক্রবার

চেম্বার ডেস্ক: নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান বলেছেন, একটা বড় দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি অংশগ্রহণ করেন, তফসীল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে বিবেচনায় নেয়া যাবে।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে  আমরা কাজ করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,নির্বাচনে কে এলো আর কে এলো না,  সেটা দেখার বিষয় নয়। ৪৪টি রেজিষ্ট্রার দল রয়েছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এ মাসে ২৬টি দল এসেছে।  ১৮টি দল এখনো আসেনি। তারা যদি না আসে কিছু করার নাই।

শুক্রবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে হবিগঞ্জ ও মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ; মৌলভীবাজার জেলা প্রশাসক  ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সহ দুই জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

[hupso]

সর্বশেষ