সর্বশেষ

» গভীর রাত পর্যন্ত সিলেট মহানগর বিএনপির সভায় তীব্র হট্টগোল

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২২ | সোমবার

নিজস্ব প্রতিবেদক: গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় তীব্র হট্টগোলের ঘটনা ঘটে। সভায় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের তোপের মূখে পড়ে বক্তব্য দিতে পারেন নি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। এসময় সভায় কয়েকজন সাবেক ছাত্রনেতা উত্তেজিত হয়ে উঠেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ১০টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালিয়াস্ত বাসায় সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি রাত ১টা পর্যন্ত চলছিল বলে উপস্থিত একটি সূত্র নিশ্চিত করেছে। সভায় মহানগর সদস্য সচিব মিফতার সিদ্দিকীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগত ইচ্ছায় সংগঠনকে ব্যবহার, সিনিয়র নেতা এমদাদ হোসেন চৌধুরীকে লাঞ্চিত করার পেছনে ইন্ধন দেয়া, সকল ক্ষেত্রে সংগঠনের চাইতে নিজেকে প্রচারের অগ্রাধিকার দেয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন অধিকাংশ নেতৃবৃন্দ। দলীয় কর্মকান্ডে মহানগর বিএনপি ছেড়ে নিজস্ব বলয় সৃষ্টির মাধ্যমে সংগঠনে বিভক্তির জন্য তাকে দায়ী করা হয়। এসময় মিফতাহ সিদ্দিকীর নিজের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলে আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য এর জোরালো প্রতিবাদ করেন। এসময় সভায় তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। মহানগর আহ্বায়ক ও সিনিয়র নেতৃবৃন্দের হস্থক্ষেপে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও মহানগর সদস্য সচিবকে সভায় বক্তব্য দিতে দেয়া হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টা পর্যন্ত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভা চলছিল বলে উপস্থিত একটি সূত্র জানিয়েছে।

[hupso]

সর্বশেষ