সর্বশেষ

» কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভায় কানাইঘাটীদের মিলনমেলা

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক::  প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবী, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল হালিম বলেছেন, কানাইঘাট এক আলোকিত জনপদ। অসংখ্য আলেম উলামা ও জ্ঞানী গুণীর জন্মস্থান কানাইঘাট। এ জনপদে জন্মগ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার, মুক্তিযুদ্ধ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেয়া সমাজ সংস্কারকরা। সিলেটে ইসলামী জলসার প্রবর্তক এ কানাইঘাট। সে জন্য কানাইঘাটকে বলা হয় আলেম- উলামার নগরী। তিনি গতকাল রবিবার (১০ অক্টোবর) সৌদিআরবে কানাইঘাটবাসীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্য এসব কথা বলেন। সৌদিআরবের এক অভিজাত হোটেলে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নূর আহমদ। মুহিবুর রহমান, তারেক কবির রুবেল,মোস্তাক আহমদ চৌধুরী ও আব্দুর রহীম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব হোটেল আল মারজানের প্রধান পরিচালক আব্দুল্লাহ শরিফ। বিশেষ অতিথি ছিলেন আব্দুশ শহীদ চৌধুরী (শাহিন), আব্দুল মজিদ চৌধুরী, আব্দুল হান্নান,মাওলানা ফারুক আহমদ, নাজমুল ইসলাম, হারুন রশীদ চৌধুরী, ময়নুল হক, হাফেজ বিলাল আহমদ, বদরুল ইসলাম, আব্দুল মতিন ইজন, আব্দুল মুকিত,হারুণ রশীদ,নিয়ামত উল্ল্যাহ,আবুল হোসাইন বাশার,ফখরুল আমিন,মাওলানা ইসলাম উদ্দিন, জালাল উদ্দিন, শফিকুর রহমান,ফয়জুল হাসান, কামাল উদ্দিন, হাফিজ আব্দুর রহমান,রফিক আহমদ, ময়না মিয়া, নুরুল ইসলাম, আব্দুর রহমান, আবু বক্কর ও আব্দুল্লাহ।

[hupso]

সর্বশেষ