সর্বশেষ

» বজ্রপাতে সিলেটসহ সারা দেশে নিহত ১৫

প্রকাশিত: ০৪. জুন. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক::বজ্রপাতে সারা দেশে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে ২ জন, জামালপুরের বকশীগঞ্জে ৫ জন, চাঁপাই নবাবগঞ্জে মা-ছেলেসহ ৩, বাগেরহাটের শরণখোলায় ১ জন, নেত্রকোনায় ১ শিশু, সিরাজগঞ্জে ২ জন ও দিনাজপুরের বিরামপুরে ১ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের সিলেটের ওসমানীনগরে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। এ সময় নিহতের একটি গরুও মারা যায়।

বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যায় উপজেলার মোক্তরপুর হাওর এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত জুবের মিয়া (১৭) উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের রেজওয়াল আলীর পুত্র। বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত শরীফ আহমদের ছেলে আলতাফ মিয়া (৪০)। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, হাওর থেকে গরু আনতে গিয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় নিহতের একটি গরুও মারা যায়।

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রাঘাতে নদীতে পড়ে ইলিয়াছ আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বৃষ্টির সময় বজ্রপাতে পৃথক স্থানে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৪টার দিকে মেরুরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে কৃষক হরবাদশা মিয়া (৫০), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০), ভাটি কলকীহারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫), দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) ও মেলান্দহ উপজেলার কাজিম উদ্দিনের ছেলে তাজেল মন্ডল (৪০)।

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাই নবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বিকালে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের রানা আলীর স্ত্রী এ্যানি বেগম (২৬), তার ছেলে নূর মোহাম্মদ (৬) ও চরবাগডাঙা ইউনিয়নের বাখর আলী গ্রামের আবদুল মতিনের ছেলে ইয়ামিন আরাফাত (১০)। এরা সবাই ঝড়ে আম কুড়াতে গিয়ে মারা যান।

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মাঠে গরু আনতে গিয়ে মো. আবুবক্কর খান (২৮) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিকালে উপজেলার ৩নং-রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বুড়ির মাঠ এলাকায়।

 

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বজ্রপাতে আশা মনি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সেলিনা খাতুন (৫০) নামের এক নারী আহত হন। তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা একই গ্রামের আবদুল আলীর মেয়ে।

 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালা ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচান মিয়ার ছেলে আবদুল আলিম (৩৭)।

 

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্ষেতে মরিচ তোলার সময় বজ্রপাতে বাধন রায় (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকদুর্গা রামসাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাধন রায় ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।

[hupso]

সর্বশেষ