সর্বশেষ

» মহানবী (সা:) কে ব্যঙ্গ করার প্রতিবাদে কানাইঘাটে জমিয়তে উলামা বাংলাদেশের বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ^নবী (সা:) এর অবমাননা ও ব্যাঙ্গ চিত্র প্রদর্শন প্রকৃতপক্ষে বিশে^ মুসলমানদের যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো ইসলাম বিদ্বেষী আচরণ বন্ধ ও বিশ^নবীর ব্যাঙ্গচিত্র দ্রুত অপসারণ করা না হলে নবী প্রেমিক মুসলমানরা প্রয়োজনে জিহাদের মাঠে ঝাপিয়ে পড়ে নবীজির সম্মান ও ইজ্জত রক্ষা করতে বাধ্য হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ইসলামপ্রিয়, সুতরাং অনতিবিলম্বে ফ্রান্স সরকারের দূতাবাস বন্ধ ও তাদের যাবতীয় পণ্য বর্জন করা সময়ের অপরিহার্য দাবী। দুর্লভপুরী আরো বলেন, অনেকেই কথায় কথায় নবী প্রেমিক হওয়ার দাবী করেন, তবে আজ মহানবী (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শিত হলো এ ব্যাপারে তাদের কোন কর্মসূচী আমরা রাজপথে দেখতে পাই না। যতদিন বেঁচে থাকব নবী (সা:) ও সাহাবা (রা:) কটুক্তিকারীদের বিরুদ্ধে মাঠে থাকব ইনশাআল্লাহ। আলিমুদ্দীন দুর্লভপুরী বৃহস্পতিবার বিকেল ২টায় জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ^নবী (সা:) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী উত্তর বাজারে সৌদিয়া মার্কেটের সামনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, জমিয়তে আনসারের কেন্দ্রীয় সভাপতি আল্লামা রুহুল আমিন আসাদী, জমিয়তে উলামা কানাইঘাট উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাও. মঈনুদ্দিন, জমিয়তে উলামা নেতা মাও. হাফিজ নজির আহমদ, মাও. বদরুল ইসলাম আল-ফারুক, জমিয়তে তালাবা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিজ শাহরিয়ার, আল মুশাহিদ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হাফিজ মাসউদ আহমদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম। জমিয়তে উলামার কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ¦ মাও. গোলাম ওয়াহিদ, মাও. আজমত উল্লাহ, ছাত্রনেতাদের মধ্যে জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি মাও. এমাদ উদ্দিন লাহিন, মাও. হাফিজ এহসানে এলাহী, হাফিজ মারুফ আহমদ, মৌলভী রায়হান আহমদ, মৌলভী মিজানুর রহমান নুরী প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031