সর্বশেষ

» কানাইঘাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি :‘অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় এ সপ্তাহ উপলক্ষে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে র্যালি পরবর্তী সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র সূত্রধর, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তনয় কুমার বর্ধন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ তমাল,ডা. ঝারিন তাসনিম,ডা.সাবিহা জাহান সোনিয়া,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দেন।

[hupso]

সর্বশেষ