সর্বশেষ

» কানাইঘাট ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার

কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের বলা হয় জাতি গঠনের গারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র‍্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সবার শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে।আজ ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক এম.এ আব্দুস সালাম সাহেবের সভাপতিত্বে অনুষ্টানটি পরিচালিত হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন শিক্ষক এবং ইকরা বিদ্যানিকেতন এর বর্তমান প্রধান শিক্ষক ও উপর ঝিংগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মাস্টার মো: ফারুক আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক বাবু-শুদাংস রায়, সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আবু-তাহির, সুবির চন্দ্র প্রামানিক, মাওলানাঃ জয়নুল ইসলাম, সহকারী শিক্ষিকা মোছা: খালেদা খাতুন, মোছা: রুকিয়া আক্তার লোবনাসহ স্কুল-কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031