সর্বশেষ

» বিশ্ব সংকট এখন আমাদের জাতীয় জীবনে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চাইলেও সংস্থাটির কঠিন শর্ত মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার আইএমএফের কাছে ঋণ চেয়েছে, তারা সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকট এখন আমাদের জাতীয় জীবনে, বিশেষ করে অর্থনৈতিক সংকট, ডলার সংকট, রিজার্ভে চাপ পড়েছে। দ্রব্যমূল্য বেড়েছে। ব্রিটেনের মতো দেশে জীবনযাত্রার ব্যয় ৮০ শতাংশ বেড়েছে। ১০ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতি।

তিনি বলেন, সেখানে আমাদের মূল্যস্ফীতি ৯ দশমিক ১ ছিল, সর্বশেষ এটি ৮ দশমিক ৯ শতাংশ, কিছুটা কমেছে। আমাদের এখানে দ্রব্যমূল্যের বাড়ার গতিটা একটু কমেছে। আশা করছি, আস্তে আস্তে স্বস্তিদায়ক হবে। শান্তি কথাটা আমরা মুখে যতটা বলি, বাস্তবে ততটাই কঠিন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রতিফলন বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের এখানে রিজার্ভের ওপর চাপ বাড়ছে। টাকার তো প্রয়োজন। আইএমএফের ঋণ আমরা গ্রহণ করবো। তবে কঠিন শর্ত আমরা মেনে নেব না। টাকার জন্য খুব হার্ড প্রি-কন্ডিশন মেনে নেওয়া সহজ নয়। আলাপ-আলোচনা চলছে। কথাবার্তা চলছে, যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, বিকল্প নেই। অর্থ আমরা নেব, তবে কঠিন শর্তে নয়।

কঠির শর্ত কী- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অ্যাপ্লাই ইয়োর কমনসেন্স। কঠিন শর্ত যেটা লাগবে, সেটা দিয়ে কেন? আপনি একজন সাধারণ মানুষ, আপনি বুঝেন যে শর্তটা কী? আইএমএফের অতীতের ব্যাপারেও আমরা জানি। আইএমএফের শর্তগুলো কী হতে পারে, কোন শর্তটা মানলে দেশের আরও ক্ষতি হতে পারে, এমন শর্ত আমরা মানব না।

টাকা পাচারের বিষয়টি আলোচনায় আসছে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। খতিয়ে দেখছে। যেটা বলা হচ্ছে, তা কতটা সত্য ও বাস্তব। পাচার করলে কোথায় করা হয়েছে। খোঁজখবর নিয়েই বলা যাবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমাদের অতটা সংকট নেই, যেটা বাইরের অনেক দেশে আছে। আমরা অনেকের তুলনায় ভালো আছি, ভালো বলতে আমি বলছি- স্বস্তিদায়ক আছি। জীবনযাত্রার ব্যয় বাড়লে সাধারণ মানুষের কষ্ট তো হবেই। সেটা আমরা সরকার হিসেবে নাকচ করে দিচ্ছি না, আমরা রিয়ালাইজ করছি। আমরা চেষ্টা করছি।

ওবায়দুল কাদের আরও বলেন, সংকট একেবারে চলে যাবে এমনটা আমরা বলছি না। আমরা স্বস্তিদায়ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব।

বিএনপি বাইরে আন্দোলন করলেও ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে কাদের বলেন, ‘মুখে তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে।’

বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘টাকা উদ্ধার হওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথায় কোথায় পাচার হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিন ধরে ‘খেলা হবে’ বলে তিনি যে মন্তব্য করে যাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা একটি রাজনৈতিক স্লোগান। ভারতের জাতীয় নির্বাচনে মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদি বলেছেন খেলা হবে, খেলা হবে। এটা ব্যঙ্গাত্মক কিছু না। বিএনপি আগুন নিয়ে খেলে। তারা অগ্নি সন্ত্রাস নিয়ে খেলা করে।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আদালত নাকচ করে দিয়েছেন।

‘এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে তাদের বাধা কোথায়? এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কিছু বলব না, আমরা আজিজ মার্কা কোনো নির্বাচন করব না।’

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930