সর্বশেষ

» সুনামগঞ্জের দুর্গম এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ২৩. জুন. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ জুড়ে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানববেতর জীবনযাপন করছে। এতে বাসস্থান, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সিলেটের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন । আজ বৃহস্পতিবার (২৩ জুন) কোয়ান্টাম ফাউন্ডেশন সুনামগঞ্জের হরিণাপাটি ইউনিয়ন, রংগার চর, সদর থানা, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বিতরন করে।

বিতরণকালে সিলেট কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা সীতাব আলী বলেন, আমরা মনে করি, সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন তবে বন্যার্তদের দুঃখ-কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সেন্টার ইনচার্জ শাহরিয়ার আহমদ, আম্বরখানা শাখার পরিচালক অধ্যাপক শেখ আব্দুর রশীদ, ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন,বদরুল ইসলাম, নাসির আহমদ, মাসুম আহমেদ, লোকমান হোসেইন, সারোয়ার আহমেদ রিগান , তন্ময় আহমেদ, আল ফাত্তাহ ইহান, মাহফুজুর রহমান, আব্দুল নুর, মুহিন আহমেদ, শাহিদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য- ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিঁয়াজ, তেল ও আলু।

[hupso]

সর্বশেষ