সর্বশেষ

» রেড ক্রিসেন্ট ত্রাণের জন্য কাউকে ফোন দেয় না : প্রতারক হতে সাবধান

প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: সম্প্রতিকালের বন্যায় কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের নামে সিলেটের বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যানসহ অনেককে ফোন দিয়ে অর্থ সহায়তা চাচ্ছে একটি প্রতারক চক্র।

বিষয়টি সম্পর্কে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট ইতোমধ্যে অবগত হয়েছে।

এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।

তিনি বলেন, রেড ক্রিসেন্ট কখনো ত্রাণ বা কোনো সহায়তা প্রদানের ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো ফান্ড সংগ্রহ করে না। অতএব, প্রতারকের খপ্পড়ে পড়ে কোনো টাকা-পয়সা দিলে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তিনি যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের হটলাইন 01734633555 নাম্বারে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

[hupso]

সর্বশেষ