সর্বশেষ

» পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ!

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: পাকিস্তানের বিরোধী দলের সদস্যরা নওয়াজ শরিফের ভাই ও পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর পাকিস্তানের বিরোধী দলগুলো দেশটির প্রচলিত আইন অমান্য করে পার্লামেন্টে অধিবেশন পুনরায় শুরু করেছেন। তারা ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব বাতিলের আদেশকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন। যদিও এটার আইনগত বা সাংবিধানিক নিয়ম নেই।

অর্থাৎ, শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণার কোনো বৈধতা নেই। শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। প্রতীকী ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ। পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইট করেছেন।

তাতে তিনি দাবি করেছেন, ১৯৭ জন সদস্য পিএমএল-এনের এমপি আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন।

২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকার পর পার্লামেন্ট অধিবেশন পুনরায় আহ্বান করার ক্ষেত্রে এটা পাকিস্তানের বিরোধী দলগুলোর একটি প্রতিবাদী ও প্রতীকী পদক্ষেপ। নিয়মানুসারে, পাকিস্তানের পার্লামেন্টের স্থগিত হওয়া অধিবেশন কেবল দেশটির প্রেসিডেন্ট বা স্পিকার আহ্বান করতে পারেন।

[hupso]

সর্বশেষ