সর্বশেষ

» কানাইঘাটে রেস্টুরেন্ট থেকে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২১ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে বাণীগ্রাম ইউপির মাছুখাল বাজার থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ সুলতান আহমদ (২৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১০ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

সুলতান আহমদ উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ গ্রামের করিম উল্লাহর ছেলে।

কানাইঘাট থানার এসআই চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছুখাল বাজারে করিম রেস্টুরেন্টের ভেতরে পরিচালক সুলতান আহমদ রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অস্ত্র কেনা-বেচা করছেন ও মৃত গরুর মাংস দিয়ে লোকজনকে খাবার পরিবেশন করছেন
এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুলতানকে আটক করা হয়। পরে তার রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র কেনাবেচার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী সুলতান আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।।

[hupso]

সর্বশেষ