সর্বশেষ

» সিলেট নগরীতে টিকা নিলেন আরো ১৭শ’ ১৯ জন

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: 

সিলেট মহানগর এলাকায় করোনাভাইরাসের টিকা নিয়েছেন আরো ১ হাজার ৭১৯ জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সিলেট নগরীর দুটি টিকা কেন্দ্রে এসব মানুষ করোনার টিকা নেন।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকা নিয়েছেন ১ হাজার ৪১০ জন আর পুলিশ লাইন্স হাসপাতালে ৩০০ জন টিকা নেন। এদিকে সিনোর্ফামার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নাগরিকদের টিকা কেন্দ্রে দেওয়া হচ্ছে। যাদের মোবাইলে ম্যাসেজ আসছে কেবল তাদেরকেই দেওয়া হচ্ছে করোনার টিকা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানান তিনি।

[hupso]

সর্বশেষ