সর্বশেষ

» সিলেটে বাড়ছেই করোনা রোগী

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্কঃ সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। স্বাস্থ্য বিভাগ-এর গতকাল শনিবারের বুলেটিনে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (এসওএমসিএইচ) ল্যাবে ২ জন, সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জ জেলার ৫ জন, হবিগঞ্জ জেলার ৪ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
সিলেটের চার জেলায় করোনায় আক্রান্ত ১৪,৫৬৬ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮,৩৮৫ জন। এছাড়া, সুনামগঞ্জে ২,৪৬৪, হবিগঞ্জে ১,৮৯২ ও মৌলভীবাজার জেলায় ১,৮২৫ জন প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুলেটিনে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪ জন। এরা সকলেই সিলেট জেলার বাসিন্দা। তবে এসময়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কেউই সুস্থ হননি। সবমিলিয়ে চার জেলায় করোনামুক্ত হয়েছেন ১৩,৩৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭,৬৬৮ জন, সুনামগঞ্জ জেলায় ২,৪০৫ জন, হবিগঞ্জ জেলায় ১,৫৫৯ জন ও মৌলভীবাজার জেলায় ১,৭১৩ জন।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৩ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজার জেলায় ২২ জন।

[hupso]

সর্বশেষ