সর্বশেষ

» কানাইঘাটে গাছবাড়ি উইমেন্স কলেজের সীরাতুন্নবী (সা:) মাহফিল উদযাপন

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাটের গাছবাড়ী উইমেন্স কলেজের কর্তৃক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উদযাপন করা হয়েছে।গতকাল শনিবার( ১৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে অায়োজিত মাহফিলে বক্তারা বলেন, রাসূলের (সা:) আদর্শের প্রকৃত অনুসরণের মাধ্যমেই কেবল মানুষের কল্যাণ নিহিত। ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি কুরআন ও সুন্নাহ বিধায় তা বাস্তবতা ও মানবিকতার উৎকর্ষতায় উত্তীর্ণ। বিশ্বে একমাত্র সার্বজনীন, বিশুদ্ধ, পরিমার্জিত, পরিশীলিত, রুচি ও মর্যাদাপূর্ণ এবং কল্যাণকর সংস্কৃতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি মানুষকে ইহজাগতিক সফলতা, শান্তি, মর্যাদা এবং পরজাগতিক মুক্তির পথকে সুগম করে। কলেজের প্রিন্সিপাল ফজিলাতুন নেছা আরজুর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুর রহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ আলী। বক্তব্য রাখেন রুহে আলম,সাবলু আহমদ, হেলাল চৌধুরী,সুমাইয়া শিমু,জাকিয়া রীমা।

[hupso]

সর্বশেষ