সর্বশেষ

» কানাইঘাটে লামাঝিংগাবাড়ী মাদরাসার সুপার মরহুম অাব্দুল মতিন(র.) স্মরণে শোক সভা

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২০ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি :: দীর্ঘ ৭৫ বছরের পুরাতন কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বিনী বিদ্যাপীঠ লামাঝিংগাবাড়ি কাপ্তানপুর মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মরহুম হযরত মাওলানা অাব্দুল মতিন (র.) ও মাদরাসার সাবেক শিক্ষকদের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র পরিষদ এ অনুষ্টানের অায়োজন করে। মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারী আব্দুল গনি ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফজলে এলাহি নাঈম এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে মরহুম অাব্দুল মতিন(র.) এর বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দিতে গিয়ে অনেকেই অাবেগঅাপ্লুত হয়ে পড়েন। বক্তারা, মরহুম অাব্দুল মতিনকে একজন অালোকিত মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন একজন দ্বীনদার পরহেজগার ওলি। তিনি সারাটি জীবন ভাল কাজে ব্যয় করেছেন। মৃত্যুর অাগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন মাদরাসার প্রতি অত্যন্ত অান্তরিক। কিভাবে মাদরাসাকে এগিয়ে নেয়া যায়, কিভাবে অবকাটামোগত উন্নয়ন করা যায়, কিভাবে মাদরাসায় অালিম শ্রেণী চালু করা যায় এ চিন্তায় থাকতেন মশগুল।  বক্তারা, মরহুম অাব্দুল মতিন (র.) কে যেন মহান প্রভু জান্নাতুল ফেরদৌস দান করেন এ প্রার্থনা করেন।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি মাওলানা শামীম আহমেদ। শুরুতে কোরঅান থেকে তেলাওয়াত করেন সহকারী সেক্রেটারী হাফিজ মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সুপার ও বর্তমান গভর্নিংবডির সভাপতি হযরত মাওলানা হাবিবুর রাহমান,উপর ঝিংগাবাড়ি ফাযিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফজলে হক,মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আলতাফুর রাহমান,মাষ্টার এবাদুর রাহমান,প্রাক্তন ছাত্র পরিষদের সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সম্মানিত সদস্য মাওলানা কামাল উদ্দিন,মাওলানা আমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক মাসুম আহমেদ।

সভায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন পরিষদের সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলবাব আহমেদ।

উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বৃন্দ, সদস্যবৃন্দ , মুরব্বি গন, বর্তমান ও সাবেক ছাত্র বৃন্দ।

[hupso]

সর্বশেষ