সর্বশেষ

» সংসদ নির্বাচন: কানাইঘাটে বিজয় মিছিলে দু পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেট-৫,কানাইঘাট-জকিগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরবর্তী

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর বিজয় মিছিলকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ১ জন হলেন রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের মাসুক উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী করিম উদ্দিন।

স্থানীয়রা জানান, সিলেট-৫ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। অঘোষিতভাবে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর জমিয়তে উলামায়ে ইসলামের ব্যানারে বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে
পরাজিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষ ঢাল, সড়কি, লাটিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ফরিদ মিয়া, আবুল মনসুর, জাহেদ আহমদ, মিসবাহুল ইসলাম, নাজমুল ইসলাম, হারুন রশিদ, শামীম আহমদ ও আব্দুল হালিম।

জমিয়ত নেতারা দাবি করেন, ‘আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালায়। এতে ১ জন নিহত হন ও কয়েকজন আহত হন।’

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিথি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে করিম উদ্দিন মৃত্যুর ঘটনায় তার পিতা মাসুক উদ্দিন বাদী হয়ে আজ সকালে কানাইঘাট থানায় ১০ জনের বিরুদ্ধ একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় জমিয়ত নেতাদের আসামি করা হয়েছে। আসামীরা হলেন জমিয়তের কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হারুন রশীদ, জমিয়ত নেতা মইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মহি উদ্দিন, সাজ্জাদুর রহমান, রেজাউল করিম, তোফায়েল আহমদ, ছালিম আহমদ ও আব্দুল কাদির।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031