জেলা আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান এর ইন্তেকালে জেলা এবি পার্টির শোক
চেম্বার ডেস্ক::
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ সাবেক গণপরিষদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এবি পার্টি(আমার বাংলাদেশ) সিলেট জেলা শাখা।
সোমবার পার্টির জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম ও সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ এক যুক্ত বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে তারা বলেন, এডভোকেট লুৎফুর রহমান ছিলেন একজন কিংবদন্তী রাজনীতিবিদ।ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ।তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের নেতৃত্বের শূন্যতা সহজেই পূরণ হবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আল্লাহ যেন শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্যধারণের শক্তি দান করেন।