কানাইঘাট প্রেসক্লাবের সদস্য মনোনীত ৭ সংবাদকর্মী
কানাইঘাট প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক যাচাই-বাচাই কমিটির মাধ্যমে কানাইঘাটের কর্মরত ৭ সংবাদকর্মীকে ক্লাবের সদস্য মনোনীত করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যাচাই-বাচাই কমিটি সর্বসম্মতিক্রমে ক্লাবের প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, মাহফুজ সিদ্দিকী, জয়নাল আবেদীন আজাদ, মাওঃ আসআদ আহমদ, হাফিজ আহমদ সুজনকে নতুন সদস্য ও সহযোগী সদস্য হিসাবে মুফিজুর রহমান নাহিদ, জুনাইদ হোসেনকে মনোনীত করা হয়।