কানাইঘাটে হলি-হেলথ ডায়গনস্টিক সেন্টারের উদ্ধোধন

কানাইঘাট প্রতিনিধি::

কানাইঘাট পৌর শহরের উপজেলা রোডের হলি-হেলথ্ হাসপাতালের পাশে হেলথ্ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্ধোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৪টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এ ডায়গনস্টিক সেন্টারের উদ্ভোধন করেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিছ লক্ষীপুরি।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. তানবিরুল আরফিন, ডা. ইব্রাহীম খলিল, ডা. আলকাছ আহমিদ কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. সাদিক আহমদ, ডায়গনস্টিক সেন্টারের পরিচালক ছিফত উল্লাহ, জুবের আহমদ, জাকারিয়া, ইয়া আহমেদ খাঁন সহ সমাজের বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন।

ডায়গনস্টিক সেন্টারের পরিচালক ছিফত উল্লাহ জানান কম খরচে নির্ভূল সব পরিক্ষা এখান থেকে করতে পারবেন রোগীরা। সেই লক্ষে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি এ উদ্যোগটি নিয়েছেন তিনি।