বিএনপি ক্ষমতায় গেলে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে: হাকিম চৌধুরী
তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, মাদ্রাসার মান উন্নয়নে আপনাদের ভুমিকা অত্যন্তগুরুত্বপূর্ণ। তিনি মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকল অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দকে আরো আন্তরিকভাবে পাঠদানের অনুরোধ জানান। শিক্ষার্থীদের আগামী চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় করতে হবে।
তিনি সোমবার (৬ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলায় পূর্ব ইসলামপুর ইউনিয়নে জামেয়া ইসলামিয়া দারুল হাদিস কলাবাড়ী মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল মুছব্বিরের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজির আহমেদ, মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফিজ ফজল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ ও যুবদল নেতা জিয়া উদ্দিন প্রমূখ।
এসময় মাদ্রাসার শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।