কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক সভা শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী।

সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী একাধিক কার্যকলাপের সাথে জড়িত থাকার কারনে প্রেসক্লাবের সদস্য আব্দুর রবকে কানাইঘাট প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ক্লাবের কার্যনির্বাহী কমিটির (শূন্য পদ) ৩ জন সদস্যকে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ক্লাবের নতুন ভবনের চলমান কাজ এগিয়ে নেয়ার পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়নে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহŸান করেন ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ নেতৃবৃন্দ।