কানাইঘাট মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের অরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ এ্যাডহক কমিটির সভাপতি কানাইঘাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও প্রভাষক সুহেল আহমদের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কানাইঘাটের সন্তান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, পৌর শহরের প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে কানাইঘাট মহিলা কলেজ অবস্থান যা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি অভিভাবকরা যাতে করে তাদের মেয়েদের এখানে ভর্তি করে স্বাচ্ছ্যন্দবোধ করতে পারেন এজন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে এবং শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদান করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে কানাইঘাট মহিলা কলেজকে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে আহŸান করেন এবং কলেজের শিক্ষার সামগ্রিক উন্নয়নে সিলেট শিক্ষা বোর্ড পাশে থাকবে বলে জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. আক্তার ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি অত্র কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য নিজাম উদ্দিন, কলেজ এডহক কমিটির অভিভাবক সদস্য বাবুল আহমদ, বিএনপি নেতা আলা উদ্দিন, মানিক উদ্দিন, কলেজের দাতা সদস্য শামসুদ্দিন, নুর উদ্দিন। বক্তব্য দেন, কলেজে ইংরেজি প্রভাষক মাসুক আহমদ, মারুফা আক্তার, একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী সানজিদা জান্নাত, অর্পা চৌধুরী। নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।
এ সময় কলেজ এডহক কমিটির সভাপতি সিরাজুল হক সহ অতিথিবৃন্দ বলেন, ২০১০ সালে কানাইঘাটের নারী শিক্ষার উন্নয়নে পৌর শহরের প্রাণকেন্দ্র রায়গড়ে কানাইঘাট মহিলা কলেজের যাত্রা শুরু হয়েছিল। বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতার কারনে কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম নানাভাবে ব্যাহত হয়। নতুন করে কলেজ এডহক কমিটি গঠনের মাধ্যমে এ কলেজের নতুন যাত্রা আবারো শুরু হয়েছে। অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান এবং কানাইঘাটের সকল মহলের সহযোগিতায় এই কলেজ অনেকদূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।