যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, গ্রেফতার হলেন কানাইঘাটের মৌলভী মো. শরিফ উদ্দিন

চেম্বার ডেস্ক: যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হওয়া কানাইঘাটের অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে অবশেষে আটক করেছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার শরিফ উদ্দিনকে সিলেটের বালাগঞ্জস্থ তাজপুর থেকে আটক করা হয়েছে। তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর সাথে আপত্তিকর যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একজন ইমাম তার রুমে একটি মেয়ে শিশুকে জোরপূর্বক ডেকে এনে যৌন হয়রানি করছেন, পাশের রুমে বাচ্চাদের পড়া বা গল্পের আওয়াজ শুনা যাচ্ছে ৷ যৌন হয়রানির দৃশ্য আবার নিজ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে। গতকাল এ দৃশ্যের ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তকে গ্রেফতারে সোচ্চার হন নেটিজেনরা। তখন নড়চড়ে বসে প্রশাসন।
তখন খোঁজ নিয়ে জানা যায়,অভিযুক্ত শরিফ উদ্দিনের বাড়ি কানাইঘাট উপজেলার সুরইঘাট বড়বন্দ সিঙ্গারিপার গ্রামে।

গত রাত ১২ ঘটিকার দিকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে উক্ত ঘটনা বড়লেখার কোন এক মসজিদে, তবে পুরো সঠিক লোকেশন নিশ্চিত নয়। তবে তাকে গ্রেফতার এর জোড় চেষ্টা চলছে।
আজ দুপুরে অভিযুক্তকে গ্রেফতারের খবর নিশিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।