কানাইঘাটে রাস্তায় ঘোড়া উঠানোর কারনে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটে বসত বাড়ির রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। জসিম উদ্দিন কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র। গুরুতর আহত জসিম উদ্দিন আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে হামলাকারী ফাতিমা বেগম ও তার স্বামী মানিক উদ্দিনকে আসামী করে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জসিম উদ্দিন তার একটি ঘোড়া নিয়ে মাঠে চরাতে যায়। এ সময় জসিম উদ্দিনের হাত থেকে ঘোড়ার লাগাম ছিটকে ঘোড়াটি পাশর্^বর্তী ধান ক্ষেতের জমিতে নেমে যায়। জসিম উদ্দিন তার ঘোড়াটিকে জমি থেকে উঠিয়ে একই গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র মানিক উদ্দিনের বাড়ির রাস্তায় নিয়ে আসলে এ সময় মানিক উদ্দিন ও তার স্ত্রী ফাতিমা বেগম ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিনের উপর আক্রমন করে। ফাতিমা বেগম লোহার সাবল দিলে জসিম উদ্দিনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত জসিম উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জসিম উদ্দিনের অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরন করেন।
এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা তাদের বসত বাড়ি ছেড়ে পালিয়ে যায়।