শিক্ষাই জাতির মেরুদণ্ড-কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী
চেম্বার ডেস্ক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও হলিসিটি কলেজিয়েট স্কুল এর চেয়ারম্যান জনাব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড-এই সত্য আমরা সবাই জানি, কিন্তু এটিকে বাস্তবে রূপ দিতে হলে কেবল কথা নয়, কাজের মাধ্যমেই আমাদের প্রমাণ করতে হবে। শিক্ষা হলো আলোর পথ, যা একটি জাতিকে অন্ধকার থেকে মুক্তি দেয়, জ্ঞানের দ্বার উন্মোচন করে এবং একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করে।
হলিসিটি কলেজিয়েট স্কুল সবসময় মানসম্মত শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে। একজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কিংবা সমাজের যেই হই না কেন-আমাদের প্রত্যেকের দায়িত্ব শিক্ষাকে এগিয়ে নেওয়ার কাজে একত্রিত হওয়া। ব্যক্তিগত বা রাজনৈতিক মতভেদ ভুলে, একক লক্ষ্য নিয়ে শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমরা যদি একসাথে কাজ করি, তাহলেই আমাদের আগামী প্রজন্ম আলোকিত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে- এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা।
সোমবার নগরীর খাসবীরে স্কুল ক্যাম্পাসে এস এস সি পরিক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হলিসিটি কলেজিয়েট স্কুল এর ব্যবস্থাপনা পরিচালক মো: আনহার মিয়ার সভাপতিত্বে এবং উক্ত স্কুলের সহকারী শিক্ষক মঈনুল ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ নাসির উদ্দীন (রা:) স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান জানাব হুমায়ুন আহমেদ মাসুক, বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন বালুচর আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, শাহজালাল আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, সেভি মডেল স্কুল এর প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রধান শিক্ষক, কবি নজরুল মেমরিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক শহিদ আহমেদ, গ্রীনসিটি কলেজিয়েট স্কুল এর প্রধান শিক্ষক শাহিনুর রহমান, বিমল দেবনাথ কাউছার হুসেন রকি সহকারী শিক্ষকবৃন্দ প্রমূখ।