আজকের মেধাবীরা আগামী দিনে জাতির কর্ণধার: জকিগঞ্জে ভিপি মাহবুবুল হক চৌধুরী
চেম্বার ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি, মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সিলেট -৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, মাধ্যমিক পর্ব সফল ভাবে সম্পন্নের পর উচ্চ মাধ্যমিক পর্বে যে শিক্ষার্থীদের বরণ করা হলো তারা আগামী দিনে জাতির কর্ণধার হবে। তবে তাদেরকে মনে রাখতে হবে, শিক্ষা জীবনে শুধুমাত্র গোল্ডেন এ প্লাস বা জিপিএ-৫ মুখ্য উদ্দেশ্য নয়,শিক্ষার প্রধান উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন।
জকিগঞ্জের শাহবাগ হাইস্কুল এন্ড কলেজের
একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন,
শিক্ষার্থীদের সুশৃংখল জীবন বোধের পাশাপাশি পরিশীলিত শিক্ষা অর্জনের সাথে সাথে ভবিষ্যতের জন্য স্বপ্ন বুনা এবং এর বাস্তবায়নে দৃঢ় সংকল্পে পথচলতে হবে।
প্রতিষ্টানের সহকারী শিক্ষক রুমান আহমদ এর সঞ্চলনায় এবং কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম সেলিম সাহেব , কাজী মাহতাব উদ্দিন, বিএনপি নেতা জিয়াউর রহমান, মাহবুবুর রহমান রুমি, সায়েফ আহমদ, দেলওয়ার হোসেন চৌধুরী, হাসিব আহমদ, ওলিউর রহমান চৌধুরী শাহজাহান, মাহফুজ খান, মাজেদ আহমদ চৌধুরী, মঞ্জুর আহমদ, নাওয়াফ মাহমুদ চৌধুরী প্রমুখ।