কানাইঘাটে বাজার মনিটরিং, ব্যবসায়ীকে জরিমানা
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কানাইঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। আজ সোমবার নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিং করে প্রত্যেকটি দোকানে জিনিসপত্রের মূল্যের তালিকা টানানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন।
বাজার মনিটরিং কালে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা নগদ জরিমানা এবং পঁচা মিষ্টি ধ্বংস করেন। এছাড়া নির্বাহী কর্মকর্তা বাজারে পৌরসভার অর্থায়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য নির্মাণাধীন শেড পরিদর্শন করে দ্রæত ইলেক্ট্রিক সহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। শেড নির্মাণ করার পর শীঘ্রই বাজারের কয়েক’শ ফুটপাতের ব্যবসায়ীদের শেডে পুনঃবাসন করা হবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান।