কানাইঘাট ঝিংগাবাড়ী খেয়াঘাটে সুরমা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় নৌকা ডুবে আব্দুল মুতলিব ধলাই মিয়া (৬৮) নামে মাঝি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী দলইমাটি গ্রামের খেয়া ঘাটে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘনাস্থলে যায়।

ধলাই মিয়া উপজেলার রাজাগঞ্জ ইউপির ছোট ফালজুর গ্রামের মৃত সফাত উল্লাহর ছেলে। জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ঘাট থেকে সুরমা নদীতে নৌকা দিয়ে প্রতিদিন নদী পারা পার করে থাকেন মুতলিব ধলাই। এসময় আনোয়ার মাষ্টার এসে দেখতে পান মাঝি নেই নৌকাটি পানিতে ভেসে গেছে।

জানা যায়, আব্দুল মুতলিব ধলাইর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির সন্ধান চালিয়ে যাচ্ছে।