কানাইঘাটে জমিয়তের বিশাল গণমিছিল, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ না করলে কঠোর হুশিয়ারি

কানাইঘাট প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ইসলাম ও মানবতা বিরোধী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল করেছে জমিয়তে  উলামায়ে ইসলাম ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখা।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় দারুল উলূম মাদ্রাসা থেকে গণমিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট উত্তর বাজারে গিয়ে বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা মোহাম্মদ বিন ইদ্রীস শায়খে লক্ষিপুরীর সভাপতিত্বে ও বাস্তবায়ন সমন্বয় কমিটির সদস্য মাওলানা মুফতি এবাদুর রহমান ও ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলীর যৌথ পরিচালনায় গণমিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ইসলাম ও মানবতা বিরোধী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করে পশ্চিমা বিশে^র ষড়যন্ত্র মূলক নীল নকশা বাস্তবায়ন করতে চায়। এদেশের তৌহিদী জনতা ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী যেকোন ধরণের এজেন্ডা বাস্তবায়ন করতে দিবেনা জমিয়তের নেতাকর্মী ও দেশবাসী।
বক্তারা বলেন, পশ্চিমাদের এ এজেন্ডা বাস্তবায়ন হলে বাংলাদেশের মুসলমানদের ন্যায্য অধিকার হরণ হবে, ধর্মের বন্ধনকে ছুড়ে ফেলা হবে, দেশের স্বাধীনতা হুমকির সম্মূখীন হবে। যখন তখন নাস্তিক হয়ে যাওয়া, এমনকি নবী রাসূলকে গালি দেওয়াও তাদের মতে একজন মানুষের মানবাধিকার। এসব কুরুচিপূর্ণ ও দূরবিসন্ধী মূলক ষড়যন্ত্র এ দেশের আলেম উলামা প্রাণের বিনিময়ে হলেও রূখে দিবে ইনশাআল্লাহ।
সমাবেশ থেকে বক্তারা হুশিয়ার উচ্চারণ করে বলেন, পশ্চিমা মদদপুষ্ট মিডিয়া, কথিত সুশীল ও বুদ্ধিজীবিরা জাতিসংঘের কার্যালয় স্থাপনের জন্য বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমূখ। ট্রান্সজেন্ডার বা রুপান্তর কামিতা পশ্চিমাদের বিকৃত মস্তিষ্কের উদ্ভট ধ্যান-ধারণা একটি মতবাদ যা ইসলামের সাথে সম্পুর্ণ সাংঘর্ষিক। এ সকল কুসংস্কার বাস্তবায়নের চেষ্টা করা হলে গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
নারী-পুরুষের সমান অধিকারের নামে শরীয়তের বিধান পর্দা লঙ্গন করে নারীদের প্রকৃত অধিকার হরণ করাই তাদের উদ্দেশ্য। পশ্চিমা মিশন বাস্তবায়নকারী এই কমিশনের কার্যালয় এদেশে থাকবে আর উলামায়ে কেরাম নিরব বসে আঙ্গুল চুষবেন তা কখনো হতে পারে না। জমিয়ত ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে সারাদেশে সভা-সমাবেশ করে আসছে। যতদিন পর্যন্ত অফিসের কার্যক্রম বন্ধ হবে না, জমিয়ত রাজপথে থাকবে বলে সমাবেশ থেকে হুশিয়ার উচ্চারণ করা হয়।
সমাবেশ থেকে বলা হয়, কানাইঘাটের মাটি হচ্ছে আলেম-উলামার ঘাটি, আজকে স্মরণকালের ঐতিহাসিক গণমিছিল ও সমাবেশের মধ্য দিয়ে জমিয়ত প্রমাণ করেছে এদেশে ইসলাম বিরোধী কোন অপ তৎপরতা মেনে নেয়া হবে না। মিছিলে জমিয়তে উলামায়ে ইসলাম ও জমিয়তে উলামা বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করায় তারা কানাইঘাটবাসীর প্রতি ধন্যবাদ জানান। গণমিছিলের নেতৃত্ব দেন জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আলিমুদ্দীন দূর্লভপুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসীমি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, উপদেষ্টা আল্লামা শফিকুল হক সুরইঘাটী, জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল্লামা শামসুদ্দীন দূর্লভপুরী, জামেয়া দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ মহেশপুরী, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা নূর আহমদ ক্বাসীমি, মাওলানা জয়নাল আবেদীন।
গণমিছিলের পূর্বে উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভা এবং বিভিন্ন ইউনিট থেকে জমিয়তের নেতাকর্মী এবং কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল সহকারে দারুল উলূম মাদ্রাসা মাঠে এসে সমবেত হন।