কানাইঘাটে গাছবাড়ী কেয়ার হাসপাতালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চেম্বার ডেস্ক: কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাছবাড়ী কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। সাধ আর সাধ্যের মধ্যে কম খরচে অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে এলাকার বিশাল জনগোষ্ঠী। বিশেষ করে ডা: এহসানুল হক মারুফের অক্লান্ত পরিশ্রমের কারণে মানুষ কাংখিত চিকিৎসা সেবা ও সুপরামর্শ পাচ্ছেন। এছাড়া গরীব অসহায় অনেক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। গাছবাড়ী কেয়ার হাসপাতালের বছরপূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে হাসপাতাল প্রাঙ্গনে প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাসপাতালের ডিরেক্টর ফয়জুর রহমান মুহুরির সভাপতিত্বে ও ম্যানেজার আশিক আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেডিসিন, হুদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: এহসানুল হক মারুফ। প্রধান বক্তা ছিলেন হসপিটালের ডিরেক্টর শ্যামল কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার তাওহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর মিঠুন চৌধুরী।
বক্তব্য রাখেন ইউনিক ফার্মেসির সত্ত্বাধিকারী শাহরিয়ার তানভীর, হেলথি ফার্মেসির সত্ত্বাধিকারী আবু নাইম তালহা, মা মেডিসিনের সত্ত্বাধিকারী আজমল হোসাইন, ইউনিক ফার্মেসি -২ সত্ত্বাধিকারী মাশুক আহমদ, ঔষধ কোম্পানির প্রতিনিধি মাসুম আহমদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন হাসপাতালের ডিরেক্টর আনোয়ার হোসাইন কয়েছ ও জাকারিয়া আহমদ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন গাছবাড়ী উত্তর বাজার মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম, ইয়াহইয়া, এবাদুর রহমান প্রমুখ।