দলের মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী : আশিক উদ্দিন চৌধুরী

চেম্বার প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি দল থেকে মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বিএনপি যদি জোটবদ্ধ নির্বাচন করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি যদি জোটবদ্ধ নির্বাচন করে তবুও মনোনয়ন পাওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। দল আশাকরি তার নেতাকর্মীদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিবে। এরপরও যদি দল জোটের কাউকে এখানে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে আমরা অবশ্যই জোটের প্রার্থীর পক্ষেই কাজ করবো।

তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ,সবার আগে বাংলাদেশ। এ নীতিতে আমরা বিশ্বাস করেই রাজনীতি করে থাকি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না।

আজ রাতে নির্বাচনী এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।