বিএনপি নেতা মামুনুর রশীদের বক্তব্য মিথ্যা প্রপাগাণ্ডা: জমিয়ত সভাপতি

চেম্বার ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সিলেট ৫ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন সম্প্রতি আমাকে নিয়ে একটা মিথ্যা প্রপাগান্ডা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমি নাকি শেষ পর্যন্ত নির্বাচন করবো না, দলের চাপে নির্বাচনী মাঠে রয়েছি।

তাঁর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা প্রপাগাণ্ডা উল্লেখ করে তিনি বলেন, যেখানে আমি দলকে ইলেকশন করাইতেছি সেখানে এরকম কাঁচা কথাবার্তা বলবো কেন?

তিনি বলেন, আমরা জোট হলেও নির্বাচন করবো জোট না হলেও নির্বাচন করবো এটা তো আমাদের ঘোষণা দেয়া।

জোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি সন্তোষজনক আসন পাই তবেই জোটে যাবো না হয় একক নির্বাচন করবো।

আজ এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।