কানাইঘাট গাছবাড়ীতে প্রতিপক্ষের দেওয়া আগুনে ব্যবসায়ীর দোকান ভস্মীভূত, ১৪ লাখ টাকার ক্ষতি
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে প্রতিপক্ষের দেওয়া আগুনে একজন ব্যবসায়ীর দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। স্থানীয় লোকজন বলছেন, আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছবাড়ী বাজারে মা মনি ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানের ব্যবসা করেন মোহাম্মদ সুহেল আহমদ। তিনি ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের অলিউর রহমানের ছেলে।
মোহাম্মদ সুহেল আহমদের সাথে স্থানীয় সায়েম আহমদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আর জমি সংক্রান্ত
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে। গতকাল বিকাল ৪ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা এ সময় দোকান পাট বন্ধ করে আছরের নামাজে ছিলেন। আর এ সুযোগে আগুন লাগিয়ে দেয়া হয় এ দোকানে। আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসী ছুটে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে দোকানের ডেকোরেশন,কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আগুনে দোকানের সব কাপড়চোপড়সহ অন্যান্যে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে এবং তারা এই ঘটনার বিচার চেয়েছেন।
দোকানের সত্তাধিকারী সুহেল আহমদ জানান, ডেকোরেশন সহ প্রায় ১৪ লক্ষ টাকা খরছ করে আমি এ ব্যবসা করছি। পরিবার নিয়ে ভালই চলছিলাম। স্বপ্ন ছিল ব্যবসা প্রতিষ্টান নিয়ে অনেক ভাল কিছু করবো, এখন সব পুড়ে গেল।
তিনি বলেন, স্থানীয় সায়েম আহমদের কাছ থেকে কিছুদিন আগে আমি জায়গা ক্রয় করেছিলাম। আমার ক্রয়কৃত জায়গা দখল করতে গেলে সায়েম আহমদ ও তার লাটিয়াল বাহিনী আমাকে দখল করতে বাঁধা প্রদান করে ও দখলে নিতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। আর এর জের ধরেই সায়েম আহমদ ও তার লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানটি জ্বালিয়ে ছাড়খাড় করে দিলো,আমি এর বিচার চাই।
গাছবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মৌলা বলেন, পূর্ব বিরোধের জের ধরে বাজারে একজন ব্যবসায়ীর দোকান জ্বালিয়ে দেয়া খুবই গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ক্ষতি পুরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।