টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
চেম্বার ডেস্ক: সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ কেন্দ্র টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এ শতাধিক শিক্ষার্থীরকে সনদ প্রদান করা হয়েছে। ১ বছর, ৬ মাস ও ৩ মাস প্রশিক্ষণ শেষে তাদের হাতে এ সনদ তুলে দেয়া হয়। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট রিকাবিবাজারস্থ নিজ কার্যালয়ে টমি মিয়া‘স হসপিটালিটি ম্যানেজমেন্ট এর ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত এ শেফদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্সটিটিউটের স্বত্তাধীকারী টমি মিয়া এমবিই।
এসময় তিনি বলেন, টমি মিয়া‘স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউ এর মাধ্যমে ইতিমধ্যে কয়েক হাজার দক্ষ শেফ দেশে ও বিদেশে কাজ করছেন। বিগত ৩ বছরে আট হাজারের ও বেশি ছাত্র ছাত্রী ইংল্যান্ড এ গিয়েছেন ।আগামী দিনের উন্নত বাংলাদেশের জন্য প্রয়োজন দক্ষ জনবল সেই লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এডমিন ম্যানেজার ও কোর্ডিনেটর আবদুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ শিক্ষক কাওছার আহমদ, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ।