অনলাইন প্রেসক্লাবের ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড’ পাচ্ছেন মৃদুল
চেম্বার ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে প্রকাশিত /সম্প্রচারিত প্রতিবেদনের উপর ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন দৈনিক শ্যামল সিলেট এর মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মৃদুল।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আবেদন মূল্যায়ন কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই মনোনয়ন চুড়ান্ত করা হয়।
মূল্যায়ন কমিটির প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মূল্যায়ন কমিটির সদস্য ও দৈনিক সমকাল এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, মূল্যায়ন কমিটির সদস্য ও চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি।
সভায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল ৪ আগস্ট সোমবার বিকেল ৫টায় ছাত্র গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরণ আলোচনা সভায় এই এওয়ার্ড প্রদান করা হবে।