সৈয়দ হাতিম আলী স্কুলে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা, ফুটবলাররা পেলো নেট উপহার

চেম্বার ডেস্ক: সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সুরমা। ফাইনালে কুশিয়ারাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণীর ‘ক’ শাখার দল সুরমা। দুর্দান্ত খেলেও রানার্সআপ হয়েছে নবম শ্রেণীর ‘ক’ শাখার দল কুশিয়ারা। খেলা শেষে প্রধান অতিথি সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মকসুদ আলী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

ফাইনাল খেলা শুরুর আগে মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের ফুটবলারদেরকে গোলপোস্টের নেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ সোসাইটি সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাজু আহমদ এবং ২০ নং ওয়ার্ডের কাউন্সিলার পদ প্রার্থী সৈয়দ লোকমানুজ্জান।

ফাইনাল খেলা শেষে অধ্যক্ষ মোঃ আব্দুল মুনিমের সভাপতিত্বকে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মকসুদ আলী বলেন, পড়ালেখার পাশাপাশি সুস্থতার জন্য সকলকে নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় আন্তরিক থাকবে। প্রতিযোগিতা মূলক খেলাধুলার পাশাপাশি সবাইকে নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন।