সুরমা সাংস্কৃতিক সংসদ সিলেটের ষান্মাসিক সেটআপ সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরমা সাংস্কৃতিক সংসদ সিলেটের ২০২৫ সেশনে বাকি সময়ের জন্য ষান্মাসিক সেটআপ সম্পন্ন হয়েছে। এতে পরিচালক মুস্তায়ীনুর রাহমান মাওদুদ ও সহ পরিচালক সালমান আহমদকে করা হয়েছে। সুরমা সাংস্কৃতিক সংসদ সিলেটের ইসলামী ভাবধারার একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের সদস্যরা ইসলামী সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সবধরনের সঙ্গীতের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়ে থাকেন। নতুন পরিচালনা মুস্তায়ীনুর রহমান বলেন, সুরমা সাংস্কৃতিক সংসদ সব-সময় দেশ ও মানুষের কথা বলে থাকে। আগামীদিনেও ইসলামী ভাবধারার সঙ্গীতের মাধ্যমে দেশাত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সংগঠনটি কাজ করে যাবে।